অনলাইন ডেস্ক | ০৪ জুলাই ২০২০ | ১০:৪০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শনিবার থেকে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত পুরো ক্যাম্পাস লকডাউন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
শুক্রবার প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, ক্যাম্পাসে দ্রুত করোনা সংক্রমণের আশঙ্কায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর করোনায় আক্রান্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন কর্মচারীদের কলোনিতে দুইজন করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকেই ক্যাম্পাস এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১০:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |