অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২০ | ১০:৫৪ পূর্বাহ্ণ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৯ হাজার ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. শামসুল আলম (২৮), পিতা-মেহের আলী, সাং-পশ্চিম হলুদিয়া; মো. ফারম্নক (৩০), পিতা-ছৈয়দ উল্লাহ, সাং-পশ্চিম পাগলির বিল, উভয় থানা- উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |