অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ১০:৫৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলি এলাকার মরিয়ম ভবনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ ৯ জনের মধ্যে পেয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পেয়ারা বেগম (৬৫) ছাড়া দগ্ধ অন্যরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮), মানহা (২), মাহের (৮)। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে জানান আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন। তিনি বলেন, এ ঘটনায় দুই পরিবারের নারী ও শিশুসন্তানসহ ৯ জন দগ্ধ হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসকদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, হাসপাতালের বার্ন ইউনিটে ৯ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |