অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর ২০২০ | ১০:৩০ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের নিয়ে কেক কেটে, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। আজ রবিবার সকালে শেখ রাসেল শিশু নিকেতন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল পৌর শিশু পার্কে কেক কেটে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ টুঙ্গিপাড়া শাখার সভাপতি কামরান শেখ প্রমূখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১০:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |