অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৪:৫২ অপরাহ্ণ
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে গোপালগঞ্জেও হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ও মহিলা ঐক্য পরিষদের উদ্যোগে ধর্ম অবমাননার কথিত দায়ে সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর হামলা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহনকারী নেতৃবৃন্দ বলেন, ধর্ম অবমাননার কথা বলে একটি গোষ্ঠী দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। বক্তারা অবিলম্বে আওয়ামীলীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দল থেকে বহিস্কারসহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং ৭২এর সংবিধান কার্যকর করার দাবী জানান।
এছাড়া, মুরাদনগর,পার্বতীপুরে সাম্প্রদায়িক হামলার জবাব এবং সংখ্যালঘু ছাত্রদের বিরুদ্ধে প্রদত্ত শোকজ নোটিশ প্রত্যাহার সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি দাতার সন্ধান ও বিচার দাবি করেন ।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাবেক আহবায়ক মঙ্গল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরোজ কান্তি বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, রমেন্দ্রনাথ সরকার, ডেভিড বৈদ্য, লুটু বিশ্বাস, লিপি বিশ্বাস, অনুরেখা বিশ্বাস প্রমূখ।
বাংলাদেশ সময়: ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |