অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২০ | ৮:১৭ অপরাহ্ণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার দিল্লির গুরুদুয়ারায় ভ্রমণ করেছেন। এ সময় মোদি শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ পূর্ব নির্ধারিত সূচির বাইরে দিল্লির ওই গুরুদুয়ারায় ভ্রমণে যান তিনি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদি গুরুদুয়ারায় গেলেও বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রীর উপস্থিতির ফলে সেখানে জনতার যাওয়া-আসাতেও বিঘ্ন ঘটেনি।
অনেকেই মনে করছেন, দিল্লি সীমান্তে কৃষকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের প্রধানমন্ত্রীর গুরুদুয়ারা যাওয়ার মধ্যে যথেষ্ট তাৎপর্য রয়েছে।
নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানান, সাহস ও করুণার প্রতিলিপি তেগ বাহাদুরের জীবন। শহীদ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অখণ্ড সমাজের জন্য তেগ বাহাদুরের আদর্শ মেনে চলা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |