অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ
রাজধানীর পল্টনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জবানবন্দি রেকর্ড করেন। অপরদিকে একই মামলায় গ্রেপ্তার যুবদলের দুই কর্মী লিয়ন হক ও মো. আজাদকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
এদিন তাদের তিনজনকে আদালতে হাজির করা হয়। এ সময় পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপরদিকে একই মামলায় লিয়ন ও আজাদকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |