অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২০ | ৬:৫৮ অপরাহ্ণ
গাজীপুরের কাপাসিয়ায় এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে স্থানীয় একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাজীব ধর (৩৩)। সে কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী এলাকার মৃত সুভাষ চন্দ্র ধরের ছেলে।
কাপাসিয়া থানার ওসি মো: আলম চাঁদ জানান, রবিবার দুপুরে দিকে স্থানীয় সাফাইশ্রী এলাকার একটি কলা বাগানের ভেতর রাজীবের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |