অনলাইন ডেস্ক | ১০ অক্টোবর ২০২০ | ২:৩০ অপরাহ্ণ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে আজ গাইবান্ধার সদর উপজেলা সাহপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচন সকাল ৯টা থেকে বিকাল ৫পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
রিটানিং অফিসার মো: আব্দুল লতিফ জানান, ইউনিয়ন পর্যায়ের উপ-নির্বাচনে ভোট সুষ্ট অবাধ ও নিরপেক্ষ হবে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দেয়া হবে। এছাড়া র্যাব ও পুলিশের স্ট্রাকিং ফোর্সেও টহল রয়েছে।
গাইবান্ধার সদর উপজেলা শাহপাড়া ইউনিয়নে চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, জাসদ ও বিএনপি সহ ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছে। ৯টি ভোট কেন্দ্রে ২০ হাজার ২শ ৯৭ জন ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটা ৯ হাজার ৮শ ৭১ ও মহিলা ভোটার ১০ হাজার ৪শ ২৬ জন। এজন্য কেন্দ্রে ৬৭টি বুথ স্থানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২:৩০ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |