অনলাইন ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ
গাইবান্ধা-নাকাইহাট সড়কের পৌরসভা অংশের কলেজ রোডে ফুটপাত নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় গাইবান্ধা জেলা পরিষদের সামনে সচেতন গাইবান্ধাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপি এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, আমিনুল ইসলাম গোলাপ, গোলাম মারুফ মোনা প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা-নাকাইহাট সড়কের পৌরসভা অংশের কলেজ রোডে জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়াত করে। গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের রোগী এবং তাদের স্বজনদের চলাচলের সড়কও এটাই।
নতুন করে সড়কের নির্মাণ কাজ চলছে। কিন্তু এই সড়কের দুপাশে কোন ফুটপাত হচ্ছে না। ব্যস্ততম এই সড়কে ফুটপাত না থাকলে দূর্ঘটনার শঙ্কা বাড়বে বলে জানিয়াছেন অনেকে।
বাংলাদেশ সময়: ২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |