অনলাইন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৫:১৫ অপরাহ্ণ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের খোরশেদ আলমের পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের এক শিশু ও তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদ ও শিশুটি নি:শর্ত মুক্তির দাবীতে গাইবান্ধা শহরের ১ নং ট্রফিক মোড়ে মানববন্ধন অনুষ্টিত হয়েছে ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ১ নং ট্রফিক মোড়ে অনুষ্টিত মানববন্ধনে গাইবান্ধার সচেতন মহলের শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন । মানববন্ধনে অভিযুক্ত শিশুর বাবা খাদেমুল ইসলাম বলেন, পারিবারিকভাবে আমাদের হেনস্তা করতে পরিকল্পিত ভাবে মামলাটি করা হয়েছে। আমার শিশু ছেলেকে নিজ বাড়ীর উঠান থেকে তুলে নিয়ে যায় সাঘাটা থানা পুলিশ । কয়েক ঘন্টা থানায় আটকে রেখে ধর্ষণ মামলার কোর্টে চালন করে । আমার ছেলে একটি শিশু মেয়েকে জোর করে ধর্ষণ করার উপযুক্ত বয়সে এখনও পৌঁছায়নি। আমার ছেলের মুক্তির দাবী জানাই এবং আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে বক্তরা, গ্রেফতারকৃত শিশুটির শিশুটি নি:শর্ত মুক্তির দাবী জানান, তা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন । মামলার এজাহারে জানা যায়, ৯ বছরের শিশুটি গত শনিবার (১২ সেপ্টেম্বর) পাশের বাড়ির পাঁচ বছরের এক শিশুকে জোড় করে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে খোরশেদ আলম । এ সময় নির্যাতনের শিকার শিশুটির চিৎকাওে সে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ৫:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |