অনলাইন ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২০ | ৩:৪৮ অপরাহ্ণ
বন্যা সমস্যার স্থায়ী সমাধান, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, আর্মি রেটে রেশনিং,কৃষকদের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার,জেলায় জেলায় করোনা টেস্ট ল্যাব,শ্রমিক ছাঁটাই বন্ধ, বয়স্ক- বিধবা ভাতার ক্ষেত্রে অনিয়ম দূর্নীতি – লুটপাট বন্ধসহ বিদ্যুত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ বেলা ১২ টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা সদর উপজেলার আহবায়ক গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে গাইবান্ধার ১নং রেলগেইট সংলগ্ন আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব মাহবুবর রহমান খোকা,ডাঃ জব্বার,বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক জননেতা কমরেড আহসানুল হাবীব সাঈদ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন সমগ্র দেশব্যাপী মানবজীবনের ধ্বংসযজ্ঞের আয়োজন চলছে। একদিকে মহামারি করোনায় মানুষের জীবন নিয়ে চলছে জুয়া খেলা, অন্যদিকে বন্যায় আগ্রাসী নদী তলিয়ে নিয়ে যাচ্ছে নাড়ি পোঁতা বাপ-দাদার রেখে যাওয়া ভিটেটুকু। তার মধ্যে করোনা অজুহাতে চলছে শ্রমিক ছাটাই। আজকে মানুষের জীবন হয়েছে অবহেলিত পশুদের চেয়েও নির্মম। তাদের নেই কোনো বাসস্থান,খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা। এর মধ্যে উল্লেখযোগ্য আজকের ক্ষেত খামারে কাজ করা কৃষি শ্রমিকরা।
বক্তাগন সমাবেশ থেকে পশুর মতো জীবন যাপন করা মানুষদের যথাযথ রাষ্ট্রীয় উদ্যোেগে তাদের মানুষ হিসাবে বাঁচতে দেওয়ার জোর দাবি জানান। সেই সাথে গাইবান্ধা মাতৃসদন হাসপাতাল কতৃপক্ষের অবহেলার কারনে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান
বাংলাদেশ সময়: ৩:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |