অনলাইন ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫৭ অপরাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দিলবর (১৪) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের টকোরগাড়ী নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) সকালে বটতলা গ্রামে রোপা আমন ধানের ক্ষেতে লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈয়ার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা মর্গে প্রেরণ করেন।
পরিবার সুত্রে জানা গেছে, দিলবর একজন অটোভ্যান চালক, প্রতি দিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর বিকলে সে বাড়ী থেকে অটোভ্যান নিয়ে বের হলেও বাড়ীতে আর ফিরে আসেনি। না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। রাতে খুঁজে না পেলেও সকাল বেলা তার মৃহদেহ পাওয়া যায় ধান ক্ষেতে। দিলবরের লাশ সনাক্ত করেন মা দোলেনা বেগম, ভাই দেলোয়ার ও মামা নুনু মিয়া। নিহত দেলবরের গলায় গামছা পেঁচানো ছিলো এবং রাস্তার অন্য পাশে তার জুতা পাওয়া যায়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, প্রাথমিক ধারনায় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দিলবর হত্যার শিকার হতে পারে তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে।
বাংলাদেশ সময়: ১০:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |