অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০২০ | ১২:৪৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরার তালায় মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে বাড়ির পাশে এসডিএফ সমিতির ঘরের বারান্দার খুঁটির সাথে গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, চন্দ্র শেখর সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোর রাতের কোন এক সময় বাড়ি পাশে এসডিএফ(সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন । তবে কী কারণে এমন ঘটনা ঘটালো সেটি পরিবারের সদস্যরা বলতে পারেনি।
তবে প্রতিবেশীরা জানান, চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদী নিয়ে পরিবারের সাথে তার মনোমালিন্য চলছিল। এ কারণে বেশ কদিন হতাশায় ভুগছিলেন শেখর।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কোনো সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করছি মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।আমরা তদন্ত করছি।
বাংলাদেশ সময়: ১২:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |