অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৭:২৪ অপরাহ্ণ
গাজীপুর মহানগরীর পূবাইলে খেলনা দেয়ার কথা বলে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পূবাইল থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা রুজু করেন।
অভিযুক্ত কিশোর জাহিদুল (১৪) রংপুর জেলার পীরগাছ থানার পাওডানা গ্রামের আমবার হোসেনের ছেলে। সে পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার ফাতেমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দৈনন্দিন কাজে ওই শিশুর মা-বাবা বাড়ির বাইরে ছিলেন। এ সময় পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের হাড়িবাড়ীটেক এলাকার পাঁচ বছরের শিশুকে খেলনা দেয়ার কথা বলে পাশের বাড়ির জাকির মিয়ার বাগানের ঝোঁপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কিশোর জাহিদুল।
শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাহিদুল পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার সাব-ইন্সপেক্টর জামিল উদ্দীন রাসেদ জানান, মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |