অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুককে ব্যাটের আঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক রবিউল সরকার (৩০)। নিহত রবিউল স্থানীয় দক্ষিণ গাজীপুর গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে। আজ রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিউল সরকার ও রাজু সওদাগরের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু সওদাগর রবিউল সওদাগরের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই রবিউল অজ্ঞান হয়ে যান। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থাই আজ রবিউলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রবিউলের পিতা আব্দুল মতিন সরকার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দাউদকান্দি থানার ওসি (ভারপ্রাপ্ত) মো হারুন অর রশিদ বলেন, অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে
বাংলাদেশ সময়: ৬:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |