অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর ২০২০ | ৩:২৭ অপরাহ্ণ
ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টার্গেট করেছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার প্যাট কামিন্স। আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে এবারের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সিরিজ শুরুর আগেই ভারতের কোহলির উইকেট শিকারের লক্ষ্য স্থির করেছেন কামিন্স। তার মতে, প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে শিকার করতে পারলে দলের জন্য বড় অবদান রাখা সম্ভব।
করোনাকালের মাঝে ৩ ম্যাচের ওয়ানডের পর সম সংখ্যক টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর চার ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু প্রথম টেস্টের পরই দেশে ফিরবেন কোহলি। প্রথমবারের মত বাবা হওয়ার স্বাদ নিতে তিনি টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে থাকবেন না। তার মানে, ৭ ম্যাচে ৮ বার কোহলিকে আউট করার সুযোগ থাকছে কামিন্সের। আর এই ৮ বারই তিনি কিং কোহলি আউট করতে চান।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স ক্রিকেটকে তিনি বলেন, ‘আমার মনে হয় প্রত্যেক দলেই এক-দুই জন ব্যাটসম্যান থাকেন যারা “বিগ উইকেট”। তাদের উপর দল অনেকাংশে নির্ভর করে। সেরা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং লাইন-অপের পরিকল্পনা করা হয়। দলের সেরা ব্যাটসম্যানকে ফেরাতে পারলে ম্যাচ জেতার পথটা অনেকাটাই সহজ হয়ে যায়। ভারতের সেরা ব্যাটসম্যান কোহলি এতে কোনো সন্দেহ নেই। সংবাদমাধ্যম-ধারাভাষ্যকাররা সবসময় তার কথা বলেন। র্যাংকিংও তাই বলে। এজন্য পুরো সিরিজে কোহলিকে যতবার পারব, ততবারই আউট করব। কোহলিকে টার্গেট করেছি। আশা করি, আমরা কোহলিকে জ্বলে উঠতে দেব না।’
২০১৮ সালে দেশের মাটিতে ভারতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে অজিরা। কোহলিকে দ্রুত ফেরানোর নকশাও তারা প্রস্তুত করে ফেলেছে। সেটিও বলে দিয়েছেন কামিন্স, ‘কোহলিকে আউট করতে পারলেই আমাদের অর্ধেক কাজটা এগিয়ে যাবে। তাকে নিয়ে দলের পরিকল্পনা আছে। অন্যান্যদের নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। দুই বছর আগের সিরিজে আমাদের সাফল্য ছিল না। কিন্তু এবার আমরা তিন ফরম্যাটেই জিততে চাই।’
বাংলাদেশ সময়: ৩:২৭ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |