অনলাইন ডেস্ক | ১১ অক্টোবর ২০২০ | ৩:১৬ অপরাহ্ণ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলকা থেকে গাঁজাসহ মো. সুমন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা ।
গতকাল (১০ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলাপুর এলাকায় র্যাব-১০ এর
বিশেষ অভিযানে গাঁজাসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৫৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ এবং ২টি মোবাইলফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পিতাঃ-মো.কামাল হোসেন, সাং-শেখ ঘাট খাসি,থানাঃ- কোতয়ালী, জেলাঃ-সিলেট।
(সিপিসি-২)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
যায় গ্রেফতাকৃত আসামী সুমন একজন মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |