অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর ২০২০ | ৪:৩৯ অপরাহ্ণ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা
বুধবার (২১ অক্টোবর) রাতে র্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম এর নেতৃত্বে দক্ষিন কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ সোনিয়া আক্তার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতাকৃত আসামী কাছ থেকে ০১ টি মোবাইল ও নগদ-১৯৫ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর স্বামী নাম মোঃ পারভেজ, সাং- শেখেরগাঁও, থানা- মেঘনা, জেলা-কুমিল্লা।
অপরদিকে পোপান সংবাদের ভিত্তিতে দক্ষিন কেরাণীগঞ্জের বসুন্ধরা এলাকা থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০০ পিস মোঃ ওবায়দুল্লাহ মমিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ০১ টি মোবাইল ও নগদ-১৫০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিতা নাম মোঃ আনোয়ার হোসেন, সাং-ইকুরিয়া পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা।
র্যাব-১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।ধৃত আসামীদের বিরুদ্ধেদক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |