অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট ২০২০ | ৯:২৯ অপরাহ্ণ
কুয়েতের জ্লিব এলাকায় একটি ঘর থেকে বাংলাদেশি মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ এ খবর জানিয়েছে।
পুলিশ বলছে, একটি ফোনকল পেয়ে তারা জ্লিব আল-শুইয়ুক এলাকায় যায়। সেখানে একটি ভবনের নিচতলার একটি রুমে তারা দুজনের মৃতদেহ দেখতে পান।
কুয়েতের পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে দুজন নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে অনুসন্ধানে জানা যায়, ওই দুজন বাংলাদেশি নাগরিক। তারা সম্পর্কে মা ও মেয়ে বলেও জানিয়েছে কুয়েতি পুলিশ।
এদিকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার মা ও মেয়ের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। আর কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটিও জানায়নি কুয়েতের পুলিশ।
বাংলাদেশ সময়: ৯:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |