অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর ২০২১ | ১০:৩৪ পূর্বাহ্ণ
ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে এক প্রকৌশলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
শনিবার (২০ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামি জাহাঙ্গীর আলম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও ভুক্তভোগী শিক্ষার্থী একই গ্রামের ভিন্ন পাড়ার বাসিন্দা। ২০১৮ সালের প্রথম দিকে তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন।
একপর্যায়ে জাহাঙ্গীর আলম বিবাহিত জানতে পেরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ভুক্তভোগী ছাত্রী। এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ওই ছাত্রীর সংরক্ষিত ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেন।
একপর্যায়ে গত ১২ নভেম্বর অভিযুক্ত জাহাঙ্গীর আলম ভুক্তভোগীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলেন এবং সেখানে ভুক্তভোগীর বিভিন্ন ছবি ও ভিডিও সম্পাদনা করে আপলোড করেন।
জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, ফাঁসানোর জন্য সম্পূর্ণ ভুল তথ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিয়ের পর আমি নিজে থেকেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেই৷
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই (নিরস্ত্র) মো. সোহেল মিয়া বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান। যেহেতু এটা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, তাই আমরা সেভাবেই তদন্তে এগোচ্ছি।
বাংলাদেশ সময়: ১০:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২২ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |