অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নৈশপ্রহরীকে বেঁধে ও ধারালো অস্ত্র দেখিয়ে ইট ভাটার অফিস কক্ষে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এতে ভাটার অফিস কক্ষে আলমারীতে রক্ষিত নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে।
বৃহস্পতিবার দিনগত রাত দেড় টার দিকে উপজেলার মাজড়া মাসুম ব্রিকসে এ ঘটনা ঘটেছে।
ভাটার মালিক আব্দুর রহমান মোল্যা জানান, বৃহস্পতিবার রাত দেড় টার দিকে তার ভাটার নৈশপ্রহরী কওছার শেখের মুখ তোয়ালে দিয়ে বেঁধে ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় তারা অফিস কক্ষের আলমারীতে রক্ষিত নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বিষয়টি সকালে মুঠোফোনে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমানকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জমাজমি নিয়ে এলাকার একটি মহলের সাথে ভাটা মালিক আব্দুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা এ ধরণের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন তিনি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাদেশ সময়: ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |