অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০২০ | ৮:২২ পূর্বাহ্ণ
প্রতিরক্ষা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব এবং ট্যারিফ কমিশনে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (০৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু হেনা মোস্তফা কামাল, যিনি এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এম বদরুল আরেফিনকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |