অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ
ভারতের আশুতোষ কলেজের স্নাতক স্তরের প্রথম বর্ষের মেধা তালিকায় নাম উঠেছে সাবেক পর্ণ তারকা ও বর্তমানের বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। তার স্কোর এসেছে ৪০০-র মধ্যে ৪০০। মেধাতালিকার একেবারে প্রথম নামটি তার। উচ্চ মাধ্যমিকে পেয়েছেন ফুল মার্কস। গতকাল আশুতোষ কলেজের এই অদ্ভুত ত্রুটির খবরে হইচই পড়েছিল।
শুক্রবার (২৮ আগস্ট) এই নিয়ে মজার ছলে টুইট করেছেন সানি লিওন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লিখেছেন, পরের সেমিস্টারে কলেজে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে!
শুধু সানি লিওনের নাম নয়, মেধাতালিকা নিয়ে রয়েছে আরও অভিযোগ। কম্পিউটার সায়েন্স বিভাগের প্রকাশিত ভর্তির মেধাতালিকায় ২ থেকে ২৮ নম্বর পর্যন্ত যাদের নাম উঠেছে, তাদের কোনও নাম নেই। বদলে আছে কিছু অগোছালো ইংরেজি শব্দ। প্রত্যেকের প্রাপ্তমান এক ৩৯৭।
ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছেন। কলেজের এক কর্তা বলেছেন তালিকা প্রত্যাহার করা হবে।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আশুতোষ কলেজের মেধা তালিকা প্রকাশ হয়। তাতেই দেখা গেছে, সানি লিওনের আবেদনপত্রের নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬।
বাংলাদেশ সময়: ৯:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |