অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৩:১৫ অপরাহ্ণ
যুক্তরাজ্যে আবারো দ্রুতগতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে দেশটিতে আবারো বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। আর এই বিধিনিষেধ না মানা হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
ইংল্যান্ড ও ওয়েলসের সব পানসালা বাধ্যতামূলকভাবে রাত ১০ টার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্কটল্যান্ডে যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বরিস জনসন বলেন, যদি করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে আমাদের আরো কঠোর ব্যবস্থা নিতে হবে।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ছয়মাসের কঠোর লকডাউন সহ কিছু বিধি নিষেধ আরোপ করেছে বিট্রিশ সরকার। কর্মীদের অফিসের পরিবর্তে বাসা থেকে কাজ করার কথা বলা হয়েছে।
সূত্র:বিবিসি
বাংলাদেশ সময়: ৩:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |