অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০২০ | ১১:৫২ অপরাহ্ণ
৫৬ মিনিটে পাউলো দিবালার বদলে মাঠে নামলেন। তিন মিনিটের মাথায় আলভেরো মোরাতার দেয়া পাসে গোল তুলে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে ৭৬তম মিনিটে পেনাল্টির মাধ্যমে নিজের দ্বিতীয় গোল তুলে নিয়েছেন সিআর সেভেন।
পর্তুগীজ মহাতারকার দল জুভেন্টাস সিরি আ’র ম্যাচে স্পেজিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে রোববার।
জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে গেল মানে করোনা আক্রান্ত হয়েছিলেন রোনালদো। উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ খেলার পর কোভিড-নাইন্টিন পজেটিভ হন পর্তুগাল অধিনায়ক। তাই সুইডেনের বিরুদ্ধে ম্যাচও মিস করতে হয়।
৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের দেহে করোনা আঘাত হানলে এয়ার অ্যাম্বুলেন্সে লিসবন থেকে তুরিনে চলে আসেন। আক্রান্ত হওয়ার কারণে ইতালিয়ান লিগের একাধিক ম্যাচেও মাঠে নামা হয়নি। এমনকি উয়েফা চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধেও খেলতে পারেননি লিওনেল মেসির সবচেয়ে বড় এই প্রতিদ্বন্দ্বী।
আগের দিন করোনা টেস্ট করিয়ে রিপোর্ট নেগেটিভ আসার পর এদিন মাঠে নেমেই পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীর বাজিমাত।
রোনালদোর জোড়া গোল ছাড়াও এদিন জুভিদের হয়ে একটি করে গোল তুলেছেন আলভেরো মোরাতা ও অ্যাদ্রিয়েন রাবিয়োত। স্পেজিয়ার হয়ে একমাত্র গোলটি করেন টমাসো পবেগা।
বড় জয়ের পর ছয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। মোট পাঁচ পয়েন্ট তুলে স্পেজিয়া ১৬তম স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫২ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |