অনলাইন ডেস্ক | ২৮ জুন ২০২০ | ১০:৪৬ পূর্বাহ্ণ
করোনা ভাইরাসে দাপট চলছেই। কিছুতেই দমানো যাচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাসকে। বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।
রোববার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা ৫ লাখ ১ হাজারেরও বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তালিকা অনুযায়ী সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। ৫৭ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।
৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছে তালিকার তৃতীয় স্থানে থাকা রাশিয়ায়। ভ্লাদিমির পুতিনের দেশে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬৯ জন।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৩ জনের।
যুক্তরাজ্যে মোট আক্রান্ত ৩ লাখ ১০ হাজার ২৫০ জন। তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা। মৃতের সংখ্যা ৪৩ লাখ ৫১৪।
১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন আক্রান্ত নিয়ে তালিকার ১৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। এই পর্যন্ত লাশের মিছিলে যোগ হয়েছে ১ হাজার ৬৯৫টি দেহ।
বাংলাদেশ সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |