• সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    কঠিন চ্যালেঞ্জের সামনে মমতা

    অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০২০ | ১১:০৭ পূর্বাহ্ণ

    কঠিন চ্যালেঞ্জের সামনে মমতা

    ভারতবর্ষে লড়াকু নেতা নেত্রীদের কোনো লিস্ট তৈরি হলে মমতা ব্যানার্জি প্রথম তিন জনের মধ্যেই যে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই। দক্ষিণ কলকাতার এক টালির চালের বাসা থেকে বেরিয়ে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হন ২০১১ সালে।

    বাম-কংগ্রেস এবং বিজেপিকে হারিয়ে তারপর থেকে জিতে চলেছেন একের পর এক নির্বাচন। শক্ত হাতে ধরে রেখেছেন দলের কর্তৃত্ব এবং নিজেকে ভারতের বিজেপিবিরোধী মঞ্চের প্রধান নেত্রী হিসেবে প্রতিষ্ঠিতও করেছেন মমতা।

    কিন্তু পশ্চিমবঙ্গের ২০২১ সালের মরণ-বাঁচন বিধানসভা নির্বাচনের আগে মমতা হঠাৎ এক অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন। কারণ আজ শুক্রবার তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূলের জননেতা শুভেন্দু অধিকারী।

    বাংলাদেশ আওয়ামী লীগ বলতে যেমন জননেত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের তৃণমূল মানে মমতা ব্যানার্জি। তৃণমূলের নেতা-নেত্রীরা স্বীকার করেন দলে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট। কিন্তু সেই আবহেও তৃণমূলে মমতা ছাড়া যদি অন্য কোনো জননেতা থাকেন তিনি শুভেন্দু।

    শুভেন্দুর সাথে বেশ কয়েক মাস ধরে তৃণমূলের সম্পর্ক দুর্বল হচ্ছিল। কারণ তাঁর অনুগামীদের মতে দলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছিল না তাঁকে। অন্যদিকে, মমতার দাদার ছেলে অভিষেকের গুরুত্ব পার্টিতে উর্দ্ধমুখী ছিল এবং একইসাথে মমতা নিয়ে আসেন ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। দলে এই দুজনের গুরুত্ব কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না শুভেন্দু। তাই দলে গুঞ্জন ছিল, শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার জন্য প্রস্তুত।

    যদিও শুভেন্দু আজ দল ছাড়েননি, তবুও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগে একটা বিষয় স্পষ্ট, আর সেটা হলো তৃণমূলের সাথে সম্পর্ক বিচ্ছেদ কেবল সময়ের অপেক্ষা। আর শুভেন্দু যদি তারপর গেরুয়া শিবিরে গিয়ে যোগ দেন তাহলে মমতার সমুহ বিপদ।

    মমতা গত ১০ বছর ধরে ক্ষমতায়। তাই এবার ভোটের আগে প্রতিষ্ঠানবিরোধী একটা হাওয়া আছে। তাছাড়া তৃণমূলের ভেতরে অভিষেক এবং প্রশান্ত কিশোরকে নিয়ে নানা অভিযোগ উঠেছে। কারণ পার্টির পুরনো অনেকেই দুজনের কর্তৃত্ব মানতে নারাজ। আর তার মধ্যেই বিজেপি তৃণমূলের অখুশি নেতা-নেত্রীদের নিজেদের দলে টানতে মাঠে নেমে পড়েছে।

    শুভেন্দুর বয়স মাত্র ৪৯ বছর এবং যুব সমাজে তাঁর একটা প্রভাব আছে। অন্যদিকে জননেতা হবার কারণে তাঁর সাথে আরও অনেকের দল ছাড়ার সম্ভাবনাও প্রবল। ভোটের আগে শুভেন্দু এবং আরো কিছু নেতা দল ছেড়ে চলে যাওয়ার অর্থ, মমতার লড়াইটা অনেক কঠিন হয়ে গেল।

    দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতি জীবনে মমতা অনেক কঠিন পরিস্থিতি সামলে নিয়েছেন। কিন্তু শুভেন্দুকে নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা কিন্তু মমতার পক্ষে সামলানো সহজ হবে না।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved