অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২০ | ৬:৪৬ অপরাহ্ণ
লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার দু’টি বিমান বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ফোন করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। নিষিদ্ধ খালিস্তানি জঙ্গিগোষ্ঠী ‘শিখ ফর জাস্টিস’ এই হুমকি দিয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের শীর্ষকর্তা রাজীব রঞ্জন।
বুধবার ওই ফোন পাওয়ার পরই দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার দিল্লি থেকে রওনা দেয়ার জন্য নির্ধারিত দু’টি বিমানকে লন্ডনে নামতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত শিখদের এ সংগঠনটি।
রাজীব রঞ্জন বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ওই দু’টি বিমানের লন্ডনে অবতরণের কথাও রয়েছে। ওই ফোন পাওয়ার পরই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বাড়ানো হয়েছে।
২০১৯ সালে ‘শিখ ফর জাস্টিস’ জঙ্গিগোষ্ঠীকে ভারতে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের (ইউএপিএ) আওতায় নিষিদ্ধ করা হয়।
বৃহস্পতিবার ১৯৮৪ সালের শিখ দাঙ্গার ৩৬তম বর্ষপূর্তি। সে কারণেই এমন হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।
বাংলাদেশ সময়: ৬:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |