অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ
চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে পরীক্ষায়।
এ দিকে সারাদেশে এসএসসির জন্য নির্ধারিত ৩ হাজার ৬৭৯ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী, দাখিলের ৭১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৩ লাখ এক হাজার ৮৮৭ জন শিক্ষার্থী এবং ভোকেশনালের জন্য নির্ধারিত ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এক লাখ ২৪ হাজার ২২৮ জন।
নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন,রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।
২০২১ সালে গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এই বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
বাংলাদেশ সময়: ১০:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |