অনলাইন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২০ | ১২:১৫ পূর্বাহ্ণ
আসন্ন শিবচর উপজেলা পরিষদের উপ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সমর্থন পেলেন পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লা। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে তার নাম ঘোষনা করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই আলম চৌধুরী।
গত ২০ই জুন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান মৃত্যুবরণ করলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০ অক্টোবর শিবচর উপজেলা পরিষদের উপনির্বাচনের লক্ষ্যে প্রার্থী নির্বাচনের জন্য আলোচনা করা হয়। এ সময় উপস্থিত উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লার নাম গৃহিত হয়। এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |