অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২০ | ৮:৪৬ অপরাহ্ণ
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজ বৃহস্পতিবার জিসান হাবিব (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় রুহুল আমিন (১৭) নামে আরেক ছাত্র আহত হয়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ বিষয় নিশ্চিত করে জানান, ‘জিসান হাবিব নোয়াখালী সোনাইমুড়ি থেকে ঢাকার ধামরাইয়ে রুহুল আমিনের (আত্মীয়) বাসায় বেড়াতে আসেন। রুহুল আমিনের মা সৌদিপ্রবাসী। করোনার শুরুর আগে রুহুল আমিনের মা আসমা বেগম দেশে আসেন। কিন্তু পরে আর ফিরতে পারেননি। গতকাল তার ফ্লাইট ছিল। আসামাকে এগিয়ে দিতে বিমানবন্দর পর্যন্ত যান জিসান আর রুহুল।’
ওসি আরও বলেন, ‘পরে বিমানন্দর থেকে ধামরাইয়ের দিকে যাওয়ার জন্য ক্লাসিক পরিবহণের একটি বাসে উঠে দুজন। চলতি পথে বাসটি উত্তরা আব্দুল্লাহপুর গিয়ে থামে। তখন বাসে বসে মুঠোফোনে খেলায় মগ্ন ছিল জিসান। এমন সময় হঠাৎ এক ছিনতাইকারী তার মুঠোফোনটি ছিনিয়ে নেয়। পরে বাস থেকে নেমে জিসান ও রুহুল দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলে। সে সময় ছিনতাইকারী ছুরি দিয়ে দুজনকেই আঘাত করে পালিয়ে যায়।’
‘সেখান থেকে জিসান হাবিব ও রুহুল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আর রুহুল এখনো সেখানে চিকিৎধীন। তার অবস্থা গুরুতর নয়। এই ঘটনায় জড়িত ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে’, যোগ করেন তপন চন্দ্র সাহা।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, জিসান হাবিব নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদিপ্রবাসী আবুল বাশারের ছেলে। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র ছিল সে। আর রুহুল আমিন ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি ধামরাইয়ের পাঠানতলা এলাকায়।
বাংলাদেশ সময়: ৮:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |