অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর ২০২০ | ১১:৫৪ অপরাহ্ণ
এক শরণার্থী নারী সন্তান জন্ম দিয়েছেন হেলিকপ্টারে। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে জনাকীর্ণ হোল্ডিং থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে।
ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাকে অভিবাসীদের একটি হোল্ডিংয়ে আলাদা করে রাখা হয়েছিল। সেখানে ধারণ ক্ষমতার চেয়ে দশগুণ বেশি মানুষের বাস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এমন পরিস্থিতিতে হেলিকপ্টারে দেড় ঘণ্টার দূরত্বে পাশের সিসিলির রাজধানী পালেরমোর এক হাসপাতালে ওই নারীকে নেয়ার সিদ্ধান্ত হয়। তবে মাঝ পথেই সন্তান প্রসব করেন তিনি।
জানা যায়, পালেরমোর হাসপাতালে সন্তানসহ চিকিৎসা চলছে তার। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
আর সিসিলি দ্বীপের ৩৫৩ জন অভিবাসী প্রত্যাসী নিয়ে কাছে যে নৌকা কয়েকদিন ধরে ভাসছিল তা উদ্ধারের আহ্বান জানায় জাতিসংঘ। সেখানে মঙ্গলবার একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়
বাংলাদেশ সময়: ১১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |