অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২০ | ৫:৪১ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে দুর্বৃত্তদের হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলীর (৭০) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ওমর আলীকে নিউরো সার্জারি ওয়ার্ড থেকে ভিআইপি কেবিনে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকা তাঁর স্ত্রী রমিছা বেগম বলেন, ‘তিনি (ওমর আলী) খাওয়াদাওয়া করেছেন। শরীরে ব্যথা থাকলেও অনেকটা ভালো। কথাবার্তাও বলছেন।’
নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূইয়া বলেন, ওমর আলীর অবস্থা এখন আগের চেয়ে উন্নতি হয়েছে। একটি চিকিৎসক দলের মাধ্যমে তাঁর চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ৫:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |