অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২০ | ৮:৫৮ অপরাহ্ণ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে শহরের লঞ্চঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পাঁচখোলা, কালিকাপুর ও ছিলারচর ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় আড়িয়াল খাঁ নদের মহিষেরচর এলাকায় সেতু নির্মানের দাবি জানান তারা।
ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন, তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন সদর উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করলেও বারবার দাবির পরেও সেতু নির্মান করেনি কর্তৃপক্ষ।
এতে ডিঙ্গি নৌকা ও ট্রলারে যাতায়াতে দুর্ভোগ বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের।
সেতু না থাকার কারণে শহরের সাথে যোগাযোগ, সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের বাসিন্দারা। এমতাবস্থায় দুর্ভোগ কমাতে মহিষেরচর এলাকায় দ্রুত একটি সেতু নির্মানের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ৮:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |