অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ
যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের ছাত্রীরা।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে হলের সামনের রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা বেশ কয়েকটি দাবি পেশ করে। তাদের দাবি ও সমস্যা সমাধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হল, প্রাধ্যক্ষ এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার আলোচনা শেষে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তারা।
সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রক্টর ড. লিয়াকত আলী বলেন, হলের প্রধান প্রধান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। হলের ছাত্রীদের সঙ্গে খালা ও স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে আমরা হলের ছাত্রী ও ওনাদের সঙ্গে কথা বলবো। আর বাকী যে সমস্যা রয়েছে সেগুলো ভিসি স্যারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাক বলেন, হলের মশা নিয়ন্ত্রণ ও ওয়াইফাই সমস্যা দ্রুত সমাধান করা হবে। সেজন্য আগামী তিন দিনের জন্য সময় দিতে হবে। আগামী ২৩ নভেম্বরে বিকাল ৪টার মধ্যে সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়া হবে। বাকি সমস্যাগুলো প্রশাসনের সাথে কথা বলে তারপর সমাধান করতে হবে।
বাংলাদেশ সময়: ৩:৩০ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |