অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২০ | ১১:১৫ পূর্বাহ্ণ
২০২১ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ছবি ও ৪র্থ বিষয় অনলাইনে সংশোধন আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের ছবি ও ৪র্থ বিষয় সংশোধন করা যাবে। আর রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরেও কোনো শিক্ষার্থীর তথ্য বোর্ডের ওয়েবসাইটে পাওয়া না গেলে আগামী ১৭ নভেম্বরের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে অধ্যক্ষদের। মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা গেছে, ইতোমধ্যেই ২০২১ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য আগামী ২৭ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। এ সময় কোনো শিক্ষার্থীর ছবি বা ৪র্থ বিষয়ে ভুল থাকলে তা অনলাইনে সংশোধন করতে পারবেন অধ্যক্ষরা। তবে, কোনোভাবেই নতুন শিক্ষার্থীর নাম এন্ট্রি করা যাবে না।
এছাড়া অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পড়েও যদি কোনো শিক্ষার্থীর নাম বোর্ডের ওয়েবসাইটে না পাওয়া যায় তাহলে ভর্তি সংক্রান্ত সব কাগজপত্রসহ ১৭ নভেম্বরের মধ্যে বোর্ডে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়েছে অধ্যক্ষদের।
বাংলাদেশ সময়: ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |