অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০২০ | ১১:০৭ অপরাহ্ণ
চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। আর কয়েক ঘণ্টা পরই কাঙ্ক্ষিত মার্কিন নির্বাচন। ভোটের জন্য যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শেষ দিনে কৃষ্ণাঙ্গ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন জো বাইডেন, প্রতিশ্রতি দিয়েছেন বর্ণবাদ অবসানের। তবে আভাস মিললে ভোটের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে মরিয়া বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশই বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থীকে। তবে আগামীকালের ভোটের মাধ্যমেই আসবে মূল রায়- কার হাতে উঠছে হোয়াইট হাউসের চাবি।
কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরিমাঝে পছন্দের প্রার্থীকে নির্ধারণ করে ফেলেছে প্রায় ১০ কোটি ভোটার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গেল এক শ বছরের মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক আগাম ভোটের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে।
নেচে গেয়ে শেষ প্রচারণায় ব্যাস্ত ট্রাম্প। রোববার ট্রাম্প মিশিগান, ফ্লোরিডাসহ মোট ৫টি সুইং স্টেটের সমাবেশে অংশ নেয়। শেষদিনের প্রচারে আরো ৫টি রাজ্যে অংশ নেওয়া কথা রয়েছে তার। যেগুলোর ফলের উপর নির্ভর করছে হোয়াইট হাউজের দখল। ক্ষমতাসীন এ রিপাবলিকান প্রেসিডেন্টের লক্ষ্য, মঙ্গলবার রাতে যদি এগিয়ে থাকার’ আভাস পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন।
ট্রাম্প বলেন, আজ বাইডেন ঘুমন্ত, আমেরিকানরা ঘুমন্ত প্রেসিডেন্ট চান না। আমি আপনাদের ভোট দিতে বলছি, রিপাবলিকানদের একটি ভোট দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাঁচানোর ভোট, রিপাবলিককে ভোট দিয়ে মঙ্গলবার আপনি দুর্নীতিগ্রস্থ ডেমোক্র্যাটদের রুখে দিতে পারেন
এদিকে জয় পেতে মরিয়া বাইডেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে গুরুত্বপূর্ণ চার অঙ্গরাজ্যে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। রোববার ফিলাডেলফিয়া সমাবেশে অংশ নেন বাইডেন, এসময় তিনি এবারের নির্বাচনে বিজয়ী হলে বর্ণবাদ অবসান করবেন বলে ঘেষণা দেন।
বাইডেন বলেন, আমরা আজ কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় কাজ করছি, আর নির্বাচনের পর বর্ণবাদসহ বিভিন্ন বৈষম্য বিলুপ্তি করতে চাই।
মার্কিন নির্বাচনে শুধু ভোট বেশি পাওয়াই যথেষ্ট নয়। হোয়াইট হাউজের চাবি পেতে হলে জিততে হবে ইলেকটোরাল কলেজে। সুইং স্টেটের অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে ট্রাম্প। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:০৭ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |