• সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    আরো দুই বছর ম্যানচেস্টার সিটিতে থাকবেন গার্দিওলা

    অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২০ | ১১:৪৬ পূর্বাহ্ণ

    আরো দুই বছর ম্যানচেস্টার সিটিতে থাকবেন গার্দিওলা

    ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা। ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের দলটিতে থাকবেন এই কাতালান কোচ। বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

    চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতা শেষে গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আসার পর এই ক্লাব ও এই শহরে খেলোয়াড়, স্টাফ, সমর্থক, ম্যানচেস্টারের বাসিন্দা এবং চেয়ারম্যান ও মালিকের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পেয়েছি। তারপর থেকে একসঙ্গে অনেক সাফল্য অর্জন করেছি, অনেক গোল পেয়েছি এবং ম্যাচ ও ট্রফি জিতেছি। আমরা সবাই এই সাফল্যে গর্বিত। এই মৌসুমের পর আরও দুই বছর আমাকে রেখে দিয়ে আমার ওপর যে আস্থা রেখেছেন মালিক ও চেয়ারম্যান, তাতে আমি বিনীত।’

    নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বার্সেলোনার সাবেক কোচ, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে উন্নতি ও বিকাশের ধারা ধরে রাখা এবং ম্যানচেস্টার সিটিকে এই লক্ষ্য অর্জনে সহায়তা করার সুযোগ পেয়ে আমি খুব রোমাঞ্চিত।’

    ২০১৬ সালে যোগ দিয়ে ম্যানচেস্টার সিটিকে দুটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ মোট আটটি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা।

    ২০০৮ সালে বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা গার্দিওলা দলটিতে ছিলেন ২০১২ পর্যন্ত। সিটিতে যোগ দেওয়ার আগের তিন বছর ছিলেন জার্মানির দল বায়ার্ন মিউনিখে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved