অনলাইন ডেস্ক | ৩১ আগস্ট ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন রোববার বলেছেন, আরও আরব এবং মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। রয়টার্সের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠককালে এমন মনোভাব পোষণ করেছেন ও’ব্রায়েন। ওই বৈঠকে ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জেরাড কুশনারও উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে ও’ব্রায়েন বলেন, আমরা বিশ্বাস করি অন্যান্য আরব এবং মুসলিম দেশ খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের পথে হাঁটবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।
তিনি অবশ্য কোনও দেশের নাম উল্লেখ করেননি। কিন্তু ইসরায়েলের কর্মকর্তারা প্রকাশ্যেই বলছেন ওই দেশগুলো হলো- ওমান, বাহরাইন ও সুদান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনসহ বিশ্বের অধিকাংশ মুসলিমদের এই চুক্তির নিন্দা জানিয়েছে।
কুশনার বলেন, এই পথ অনুসরণের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি একটি ‘বড় পদক্ষেপ’। এই চুক্তির পেছনে নিজের ভূমিকা তার ও তার পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলেও তিনি বর্ণনা করেছেন।
বাংলাদেশ সময়: ৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |