অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ
লিওনেল মেসির সময়টা খারাপ যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে ঝামেলা এখনও মেটেনি। তার ওপর একের পর এক অভিযোগ শুনতে শুনতে তার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে, অন্য খেলোয়াড়ের ব্যর্থতার দায়ও তার ওপর চাপছে! বার্সার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ন্যু ক্যাম্পে এসেই বিশ্বকাপজয়ী তারকা নিজেকে হারিয়ে ফেলেছেন। আর এর পেছনে দায় নাকি মেসির!
গ্রিজমানের চাচা ইমানুয়েল লোপেজ একটি ফরাসি পত্রিকাকে বলেছেন, ‘আমরা জানতাম বার্সেলোনায় গিয়ে প্রথম প্রথম গ্রিজমান খুব ভালো করতে পারবে না। ভেবেছিলাম এমন অবস্থা ছয় মাসের বেশি স্থায়ী হবে না। কিন্তু দেখলাম, পুরো মৌসুমই গ্রিজমানকে লড়াই করতে হলো। আসলে মেসির পাশে খেলাটা খুবই কঠিন একটা কাজ। আমরা সবাই জানি, ভেতরে-ভেতরে কী হয়! মেসি অনুশীলনে একেবারেই খাটতে চায় না। বার্সেলোনার অনুশীলন প্রক্রিয়াটিই বিশেষ কিছু খেলোয়াড়কে খুশি করতে বানানো।’
স্পষ্টই বোঝা যাচ্ছে যে, গ্রিজমানের এই অবস্থার জন্য মেসিকেই দায়ী করা হচ্ছে। মেসি যেহেতু চান না গ্রিজমান বার্সেলোনায় ভালো করুক, তাই পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যেন গ্রিজমান ভালো করতে না পারেন। তবে এমন অভিযোগ শুনে বেজায় চটে গেছেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে পেরুর বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনায় ফিরে তিনি কড়াভাবে বলেছেন, ‘আমি সত্যি সত্যি এসব বানোয়াট অভিযোগের জবাব দিতে দিতে ক্লান্ত। আমি এর থেকে মুক্তি চাই।’
বাংলাদেশ সময়: ৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |