অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২০ | ১:০২ অপরাহ্ণ
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করেছে মার্কিন ইলেকটোরাল কলেজ। আর নির্বাচনে বেশ পেছনে থেকে হার হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ইলেকটোরাল কলেজের প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রায় দেড় মাস পর এই ফলাফল প্রকাশ করল ইলেকটোরাল কলেজ। খবর এসোসিয়েট প্রেসের।
ইলেকটরদের ভোট ঘিরে গোটা আমেরিকার নিরাপত্তার কড়াকড়ি ছিল। ইলেকটোরাল ভোটের ফলাফল যাবে ওয়াশিংটন ডিসিতে। সেখানে ৬ জানুয়ারি এই ভোটের ফলাফল মিলিয়ে দেখা হবে। তারপর মার্কিন প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে এতদিন ট্রাম্প দাবি করছিলেন যে তিনিই জয়ী মার্কিন নির্বাচনে। তবে ইলেকটোরাল ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর সে বিষয়ে স্পষ্ট হলো আমেরিকার অবস্থান।
বাংলাদেশ সময়: ১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |