অনলাইন ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ
আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচনাকারি মৃত্যুঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে নারী ও শিশু নির্যাতন ৯এর ক ও ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় গ্রেপ্তার করা হয়।
প্রকাশ,সাতাক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডলকে দীর্ঘদিন ধরে উত্ত্যাক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের জগদীশ রায়’র ছেলে মৃত্যুঞ্জয় রায়।
তাতে মেয়েটি রাজি না হওয়ায় অন্য মেয়ের অশ্লিল ও নগ্ন ছবি এডিট করে বিউটির মুখ জুড়ে একাধিক ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় মৃত্যুঞ্জয়।এ বিষয়ে গত রোববার থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করে বিউটির পিতা। বুধবার দুপুরে বিউটির বাবা ও মা ঘাঁস কাটতে যায়। এই সময় ক্ষোভে, লজ্জায় বিউটি নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই দিনই বিউটির কাকা দিপঙ্কর মন্ডল বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন।
তালা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, আতœহত্যা প্ররোচনার করার দায়ে বিউটি মন্ডলের কাকা দিপঙ্কর মন্ডল গত ৯ তারিখে মামলা দায়ের করেন। উক্ত মামলায় মৃত্যুঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |