অনলাইন ডেস্ক | ১২ জুলাই ২০২০ | ১০:৫৩ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্যমূল্যে তিনটি পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
পণ্যগুলো হচ্ছে- চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। আর এ বিক্রি কার্যক্রম ২৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত চলবে। টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫২ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে।
মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সার্বোচ্চ এক কেজি নিতে পারবে। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবে।
জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর বলেন, করোনা পরিস্থিতির মধ্যে কোরবানির ঈদ ঘিরে ন্যয্যমূল্যে সারা দেশে তিনটি পণ্য বিক্রি শুরু হচ্ছে।
সামাজিকবিধি ও স্বাস্থ্যবিধি মেনে বিক্রি কার্যক্রম চলবে। ২৮ জুলাই পর্যন্ত বিক্রি কার্যক্রম চলমান থাকবে। এছাড়া দেশব্যাপী ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |