• রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    আজ থেকে কাঁঠালবাড়ী ঘাট বিলুপ্ত, চালু হচ্ছে বাংলাবাজার

    অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ

    আজ থেকে কাঁঠালবাড়ী ঘাট বিলুপ্ত, চালু হচ্ছে বাংলাবাজার

    পদ্মা সেতুর কাজের জন্য সরিয়ে নেওয়া হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের কাঁঠালবাড়ী ফেরিঘাট। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

    মূলত নদী শাসন কাজের জন্য কাঁঠালবাড়ী ঘাট সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমান কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে পশ্চিম দিকে আরো ৩০০ মিটার উজানে বাংলাবাজারে এই ফেরিঘাটটিকে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর শেষে এই ফেরিঘাটের নাম দেওয়া হয়েছে ‘শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট’।

    রোরো ও ডাম্পসহ সব ধরনের ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে এ ঘাট দিয়ে।
    পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) মো. শারফুল ইসলাম জানান, বাংলাবাজার এলাকাকে ফেরিঘাট হিসেবে ব্যবহার করার উপযোগী সব কিছুই করা হয়েছে। এ ছাড়া আগের ফেরিঘাটের উল্টো দিকে নদী শাসনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। চরজানাজাতসহ আশপাশের প্রায় ২২৬ একর জমি অধিগ্রহণ করা হয়। সেখানেও ড্রেজিং করা হয়েছে। কারণ এখানে নদী শাসনের সময় আবার ফেরি চলাচলের জন্য চওড়া করতে হয়েছে।

    শারফুল ইসলাম আরো জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ল্যান্ডিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার ভাটিতে নাওডোবা এলাকায়ও নদী শাসনের ড্রেজিং করা হয়েছে। জাজিরা ল্যান্ডিং পয়েন্টে বালুর বস্তা ও অন্যান্য উপকরণ ফেলা হয়েছে।

    এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কাঁঠালবাড়ীতে সরিয়ে আনা হয়েছিল কাওড়াকান্দি ঘাট। তখন মাদারীপুর জেলার শিবচরের এ ঘাটের নামকরণ করা হয় ইলিয়াস আহমেদ ঘাট। এখনো ওই নামই থাকবে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, এরই মধ্যে দুটি ঘাট সরিয়ে আনা হয়েছে বাংলাবাজারে। কয়েক দিনের মধ্যে বাকি দুটি ঘাটসহ লঞ্চ ও স্পিডবোট ঘাটও সরিয়ে আনা হবে। তিন বছর পর এই ঘাট স্থানান্তরের কারণে দূরত্ব বাড়ল আধা কিলোমিটার। বর্তমানে বিকল্প চ্যানেল ফেরির দূরত্ব ছিল সাড়ে ১২ কিলোমিটার। আর বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের দূরত্ব হচ্ছে ১৩ কিলোমিটার।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved