অনলাইন ডেস্ক | ০৩ ডিসেম্বর ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ
আগামীকাল শুক্রবার পদ্মা সেতুর ৪০তম স্প্যান (২-এফ) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর স্প্যানটি বসানো হবে। আজ বৃহস্পতিবার স্প্যানটিকে নির্দিষ্ট পিয়ারের কাছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেতুসংশ্লিষ্ট প্রকৌশলীরা।
৩৯তম স্প্যানটি বসানোর ৭ দিনের মাথায় এই স্প্যান বসতে যাচ্ছে। এ স্প্যানটি বসানো হলে সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হবে। সেই সঙ্গে সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে বাকি থাকবে মাত্র একটি স্প্যান। ২৭ নভেম্বর মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর খুঁটির ওপর ৩৯তম স্প্যানটি বসানো হয়েছিল।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন দিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪০তম স্প্যানটি নির্ধারিত খুঁটির উদ্দেশে রওনা হয়। মাঝপদ্মার ওই দুটি খুঁটিতে সাড়ে ১১টার মধ্যে স্প্যানটি পৌঁছায়। কারিগরি সব ধরনের কাজ শেষ করে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি নোঙর করে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বসানোর কার্যক্রম শুরু হবে। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে স্প্যানটি খুঁটিতে বসে যাবে।
বাংলাদেশ সময়: ৮:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |