অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ
পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার নেপথ্যকারী এসআই আকবর হোসেনের পক্ষে দাঁড়ায়নি সিলেটের কোনো আইনজীবী।
এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মঙ্গলবার আদালত নেওয়া হলে এ চিত্র দেখা যায়।
এর আগে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষেও জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আদালতে দাঁড়াননি।
সূত্র জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন। তখন তদন্ত কর্মকর্তা আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। তখন আসামি আকবরের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
এসআই আকবরের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম।
তিনি বলেন, নৃশংস এ ঘটনায় আকবরের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। এটা সমিতির সিদ্ধান্তে নয়, নিজ নিজ অবস্থান থেকে এটি করেছেন।
উল্লেখ্য, সোমবার সকালে কানাইঘাটের দোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ৯:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |