অনলাইন ডেস্ক | ২১ অক্টোবর ২০২০ | ১:১৯ অপরাহ্ণ
শুটিং করতে গিয়ে বেশ আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তবে চোট পাওয়ার পরও কাজ থামাননি তিনি। ব্যথানাশক খেয়ে ফের ক্যামেরার সামনে হাজির হয়েছেন।
জানা যায়, ইতোমধ্যে ‘লাল সিং চাড্ডা’র কাজ শেষ করেছেন কারিনা কাপুর। গর্ভবতী হওয়ায় দ্রুতই তার অংশ শেষ করেছে টিম। তবে এখনও দিল্লিতে এ ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন আমির।
শুটিং করতে গিয়ে পাঁজরে গুরুতর চোট লেগেছে আমির খানের। তবে এর জেরে বন্ধ হয়নি শুটিং। ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
এদিকে দিন কয়েক আগে কাজ শেষ করার খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কারিনা। আমির ও পরিচালক অদ্বৈত চন্দনকে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন– ‘একটা জার্নি শেষ হলো। এই মহামারী আবহে আমার প্রেগন্যান্সি কিছুটা নার্ভাস করে তুলেছিল; কিন্তু আমার প্যাশন আমায় থামতে দেয়নি। সব রকম সুরক্ষাবিধি মেনে শুট করলাম। এই জার্নিতে আমার পাশে থাকার জন্য আমির আর অদ্বৈতকে ধন্যবাদ’।
২০২০-এর বড়দিনে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শুটিংস্পট লাদাখে ভারত-চীন সেনাদের সংঘর্ষ ও করোনায় কাজ পিছিয়ে যায়। তাই ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ সময়: ১:১৯ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |