অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ৭:৫৭ অপরাহ্ণ
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নীরজন মাঠে ফেলে যাওয়া এক নবজাতক শিশুকে বৃহস্পতিবার উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
উদ্ধারের সময় শিশুটিকে অর্ধ মাটিচাপা অবস্থায় পাওয়া যায়। স্থানীয় শ্রমিকরা কাজে ব্যাস্ত ছিল হঠাত করেই নজরে আসে তাদের।
স্থানীয়রা ফুটফুটে শিশুটিকে দেখে বেশ হতবাক হয়ে পড়ে। মাটি চাপা দেওয়ার পর তার মুখটি সুরক্ষিত থাকায় মৃত্যুর হাত থেকে বেচেঁ যায় হতভাগ্য শিশুটি। তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নবজাতকটির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
ভারতের এই রাজ্যে এমন ঘটনা নতুন নয়, বিভিন্ন রাজ্যে এখনো অনেক পিতা-মাতা ছেলে শিশু কামনা করে, তবে কন্যাসন্তান জন্ম নিলে অনেকেই ফেলে যায় নির্জন কোনো স্থানে।
বাংলাদেশ সময়: ৭:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |