অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২০ | ৪:২২ অপরাহ্ণ
কলকাতার চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মনু মুখার্জি মারা গেছেন (৯০)। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগতে থাকা এই বর্ষীয়ান অভিনেতা আজ রোববার সকালে না ফেরার দেশে পাড়ি জমান।
আর্টিস্ট ফোরামের বরাতে এমন খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ। যদিও মনু মুখার্জির মৃত্যু প্রসঙ্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানায়নি গণমাধ্যমটি। অভিনেতা রুদ্রনীল ঘোষ এক ফেসবুক স্ট্যাটাসে মনু মুখার্জির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে, এপিবি আনন্দের খবর, ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখার্জি। প্রথম জীবনে থিয়েটার করতেন। তাঁর প্রথম সিনেমা মৃণাল সেনের ‘নীল আকাশের নিচে’। সিনেমাটি ১৯৫৯ সালে মুক্তি পায়। তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের ‘মৃগয়া’, সত্যজিৎ রায়ের ‘জয়বাবা ফেলুনাথ’, ‘গণশত্রু’ ছাড়াও ‘সাহেব’, ‘প্রতিদান’সহ একাধিক বাংলা সিনেমায়। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখার্জি।
বাংলাদেশ সময়: ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |